লুটের একদিন পর খোলা মাঠে মিললো টিসিবির ২৯ বস্তা ডাল
প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লুট হওয়া ডালের ৩১টি বস্তার মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর গত বৃহস্পতিবার দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসাবাড়ি ও দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা বুঝতে পেরেছে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, যে দুটি বস্তা উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।