জাতীয় সংবাদ

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে খুলনাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ

প্রবাহ রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে খুলনা, রাজশাহী, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও দিনাজপুরের হিলিতে এ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী: শুক্রবার জুম্মার নামাজের পর রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সেটি সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা’র ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরপন্থিরা অংশগ্রহণ করেন। তারা গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলায় চারজন নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-র সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, যাদের নামে মামলা হয়েছে, তাদের জামিন আবেদন বাতিল করা, দিল্লির মাওলানা সাদ’কে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা, সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সব কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং সব মসজিদে সাদপন্থিদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা।
বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমরান আলী, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ, কেশরহাট জামে মসজিদের খতিব মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা শহরের প্রধান ঈদগাহ মাঠে ‘সর্বস্তরের ওলামা একরাম, তাবলীগের সাথী ও তৌহিদী মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা আবু বক্কর, আব্দুর রহিম, মুক্তি জামান উদ্দিন ও অলিউল্লাহ। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং সাদপন্থিদের সব কার্যক্রম বন্ধের দাবি জানান বক্তারা।
গোপালগঞ্জ: ‘উলামা পরিষদ গোপালগঞ্জ, তাবলীগের সাথী ও তৌহিদী জনতা’র ব্যানারে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এমাম হুসাইন, মাওলানা মুহাম্মদ শহিদুল্ল, মাওলানা লুতফুল রহমান, মাওলানা সাফায়েত হোসেন, মাওলানা সুলতান আহাম্মেদ মেজবাহ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের হয়। সেটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থিরা ইসলামের বিরুদ্ধে গিয়ে কার্যক্রম পরিচালনা করছে। কোনো মসজিদে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তাদের নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণার কথা বলেন বক্তারা।
দিনাজপুর:গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে ‘ওলামা মশায়েখ, তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতা’ ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। সেটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- হিলি আজিজিয়া মাদরাসার শিক্ষক মুফতি তৌফিক এলাহী দাঃবাঃ ও মুফতি নুরুল করিম কাসেমী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button