জাতীয় সংবাদ

অ্যাম্বুলেন্স-বাসে আগুনে ৪ জনের মৃত্যুর ঘটনায় ২ চালক গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : ঢাকা: সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় আগুনের ঘটনায় একই পরিবারের ৪ জনের দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। এর আগে গত শুক্রবার রাতে অ্যাম্বুলেন্স চালককে গাজীপুরের কোনাবাড়ি ও বাস চালককে গাবতলি বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতি লাঙ্গলজোড়া গ্রামের আয়নাল হকের ছেলে মো. জাহিদ হাসান (২১) ও বাস চালক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে জহিরুল ইসলাম (৪৮)। তিনি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৫৫) চালক। তাদের বিরুদ্ধে হাইওয়ে থানার এসআই রঞ্জু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাত ২টার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে গত শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। রাজধানীর গাবতলি ও গাজীপুরের কোনাবাড়ি থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয়। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জহিরুল ও জাহিদকে গ্রেপ্তারের পর সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন, অ্যাম্বুলেন্সে ধাক্কা ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনকে অন্যান্য আসামিদের সঙ্গে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। গত ৮ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে অ্যাম্বুলেন্স, শ্যামলী ও ঝুমুর পরিবহনের সংঘর্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়। ঘটনার পর থেকে বাস ও অ্যাম্বুলেন্সের চালক পলাতক ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button