শান্তিবাগে মুদি দোকানির দুই হাতের রগ কর্তন

প্রবাহ রিপোর্ট : ঢাকার শান্তিবাগ এলাকায় এক মুদি দোকানে ঢ়ুকে দোকানি রুহুল আমিনকে চোখ বেঁধে কোপানোর পাশাপাশি দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল ৬টার দিকে পানির পাম্প সংলগ্ন বাসার নিচতলায় দোকান খোলার পর পরই হামলার শিকার হন তিনি। রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় সকাল ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ৫৫ বছর বয়সী আহত ব্যবসায়ী রুহুল আমিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা গুরুতর। হাসপাতালে নিয়ে যাওয়া দোকানির শ্যালক আমানউল্লাহ বলেন, দোকান খোলার পর কয়েকজন এসে রুহুল আমিনকে জিম্মি করে তার চোখ বেঁধে ছুরি দিয়ে দুই হাতের রগ কেটে দেয়। পায়ে ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। “আমরা খবর পেয়ে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমানউল্লাহ বলেন, দোকান থেকে নগদ টাকা বা অন্যকিছু নিয়ে গেছে কি না, তা বাসায় না গিয়ে এবং ভগ্নিপতি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বেলা ১২টার দিকে বলেন, ভোরবেলা ওই দোকানি দোকান খোলার পর কে বা কারা এসে স্টেপ করে চলে গেছে। বড় ধরনের স্ট্যাব করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ ছিল- আমরা এখনও বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা কাজ করছি। সিআইডির ফরেনসিক টিম ও ডিবির টিম কাজ করছে।