জাতীয় সংবাদ

১১ দফা দাবিতে চা শ্রমিকের স্মারকলিপি

প্রবাহ রিপোর্ট : টানা ১১ সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না সিলেট বুরজান চা বাগান, বুরজান চা কারখানা, দড়াগাং চা বাগান ও কালাগুল চা বাগানের শতাধিক শ্রমিক। বেতন ভাতা না পেয়ে চা শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-পরিচালক বরাবর ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন তারা। গতকাল রোববার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে ১১ দফা দাবি মেনে তাদেরকে দূর্ভোগ থেকে মুক্তির দাবি জানানো হয়। উল্লেখযোগ্য দাবিগুলো হল, ১১ সপ্তাহ ধরে বন্ধ থাকা মজুরী দেওয়া, বাগান সরদারদের মাসিক বেতন দেওয়া, চা শ্রমিকদের সাপ্তাহিক রেশন প্রদান, বাগানের মাসিক বেতন প্রাপ্ত শ্রমিকদের বেতন প্রদান, ৮ মাস ধরে চা শ্রমিকদের কর্তনকৃত পিএফ টাকা ফান্ড অফিসে জমা, শ্রমিকদের চিকিৎসা ও ওষুধ প্রদান, শ্রমিকদের নিয়মিত বসত বাড়ি নির্মাণ, টিন, কাঠ, দরজা, জানালা প্রদান, শ্রমিকদের এরিয়া বকেয়া টাকা ও বকেয়া বোনাসের টাকা প্রদান, আইন মোতাবেক খাবার পানি ও স্যানিটেশন প্রদান এবং চা বাগানের অবসরে থাকা শ্রমিকদের ফান্ডের টাকা দেওয়া। স্মারকলিপিতে তারা জানান, বাগান কর্তৃপক্ষ চা বাগানের গাছ কেটে বিক্রয় করছে কিন্ত শ্রমিকদের দেনা পাওনা মজুরী, রেশন প্রদান করছে না। তারা জানান, চা বাগানের শ্রমিকরা যথাযথ মজুরী না পাওয়ায় তাদের সন্তানরা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না। বাগান পঞ্চায়েত কমিটির নেতারা জানান, ১১ দফা দাবিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাগান বন্ধ হলে বা শ্রমিকরা কর্ম বিরতিতে গেলে ক্ষতির দায়ভার বাগান কর্তৃপক্ষ ও বাগান মালিককে বহন করতে হবে। সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরির সভাপতিত্বে ও সোহাগ ছত্রী ও আতাউর রহমানা শামীমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কালাগুল চা বাগানের সভাপতি রনজিত নায়েক, দড়াগাংচা বাগানের কমল চাষা, খাদিম চা বাগানের সমুজ আলী, জাফলংয়ের সজল চাষা, লাক্কাতুরার বিরেন সিং,হিলুয়াছাড়ার শিপন পাল, বুরজান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রতি লাল, প্রত্যাশা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইদুল ইসলাম সুহেল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button