জাতীয় সংবাদ

প্রাথমিক শিক্ষা অধিদফতরে সার্ভার স্টেশনের উদ্বোধন

প্রবাহ রিপোর্ট : প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য ভা-ার সংরক্ষণের জন্য ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন করা হয়। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এটি উদ্বোধন করেন। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিশাল তথ্য ভা-ারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদফতরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদফতরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিত করতে অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, তথ্য ভা-ার সংরক্ষণের জন্য সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটোরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরে আধুনিকায়ন করা অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করা প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন। উল্লেখ্য, ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button