বাংলাদেশ-ইরানের মধ্যে সম্পর্ক আরো গভীর চাই: ইরানি রাষ্ট্রদূত

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমরা চাই এ সম্পর্ক আরো গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে।’ গতকাল রোববার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইরানের এ রাষ্ট্রদূত বলেন, ‘ঐতিহাসিক জেলা বগুড়া একটি চমৎকার জায়গা। এছাড়া এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।’ বিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীরা। ইরানের রাষ্ট্রদূতের তিন দিনের এ সফরে গত শনিবার বগুড়া ডায়াবেটিক হাসপাতাল, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মহাস্থানগড় পরিদর্শন করেন।