জাতীয় সংবাদ

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট ঃ টাঙ্গাইলে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে এ ঘটনায় জড়িত অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। এদের মধ্যে নুপুর সিএনজিচালিত অটোরিকশাচালক। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ওই নারী যাত্রী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি এই স্টেশনে নেমে পড়েন। এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশনসংলগ্ন এলাকায় কাঠবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর গতকাল শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনাটির বিস্তারিত জানায়। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে। টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button