এনসিপির অনুরোধে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও আমরা এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ৩ আগস্টে সমাবেশ সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। রাকিব বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ধরনের ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, তারা এই দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনকে অবশ্যই বিবেচনায় রাখবেন। এনসিপির নেতাদের বার বার অনুরোধের কারণে ছাত্রদল তার নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বলেও জানান রাকিব। সংবাদ সম্মেলনে ছিলেন- ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু আরোগ্য কামরায় ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিল করে। সেখানে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।