খেলাধুলা

মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : চিলির বিপক্ষে মধুর প্রতিশোধ। নিশ্চিত করা হয়ে গেল কোয়ার্টার ফাইনালও। কিন্তু জয়ের দিনে এলো দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে দুঃসংবাদ। হ্যাঁ, ঠিক শুনেছেন কোপা আমেরিকার মিশন চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে খারাপ খবরই পেল আর্জেন্টিনা। চোটে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। চিলির বিপক্ষে ডান পায়ের ঊরুতে চোটের সমস্যায় পড়েছেন মেসি। গতকাল বুধবার নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৮৮তম মিনিটে মেসির কর্নার কিক থেকে তৈরি হওয়া সুযোগে গোল করে দলকে জয় উপহার দেন লাউতারো মার্টিনেজ। এই ম্যাচটিতেই ২৪তম মিনিটে প্রথম ডান পায়ের ঊরুর সমস্যা দেখা দেয় মেসির। এরপরও মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে, খুব একটা ছন্দে পাওয়া যায়নি দলের অন্যতম তারকাকে। ম্যাচ শেষে যদিও নিজের চোট নিয়ে দুশ্চিন্তার কথা বলেননি মেসি। তনি বলেছেন, ‘আমি কী জানি? আমি এটি নিয়ে তেমন চিন্তিত নই। পুরো ম্যাচ শেষ করতে পেরেছি। আশা করি, এটি গুরুতর কিছু নয়। প্রথমার্ধের শুরুর দিকের ঘটনা। (পায়ে) তেমন সাড়া পাচ্ছিলাম না। অস্বস্তিতে স্বাভাবিক নড়াচড়া কঠিন হয়ে পড়েছিল। আগামীকাল দেখা যাক কী অবস্থা দাঁড়ায়।’ এ ছাড়া মেসি জানান, প্রথম ম্যাচ থেকেই তিনি জ¦র, গলা-ব্যথায় ভুগছেন। তার কথায়, ‘গত কয়েকদিনে জ¦র, গলা ব্যথায় ভুগেছি আমি। হতে পারে আজকের ম্যাচে এগুলোর কারণেও সমস্যা হয়েছে আমার। এগুলো এমন না যে, পুরোনো কিছু। সাময়িক সমস্যা। আমরা দেখব এসব।’ সবমিলিয়ে স্বস্তিতে নেই মেসি। তিনি স্বস্তিতে না থাকলে যে দলও অস্বস্তিতে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত সুস্থ মেসিকেই সবুজ গালিচায় পাওয়ার অপেক্ষায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button