খেলাধুলা

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই সাঁতারু

স্পোর্টস ডেস্ক : এবারের প্যারিস অলিম্পিকে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুজন সাঁতারু। তারা হলেন সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার টুম্পা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এম বি সাইফ। বিষয়টি নিশ্চিত করে এম বি সাইফ গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক সাতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) গত সোমবার রাতে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা বলেছে, আমাদের একজন করে নারী ও পুরুষ সাতারু অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। তার মানে, আমাদের পাঠানো নাম দুটি অনুমোদন করেছে তারা।’ সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিস্টাইল অংশ নেবেন। সোনিয়া আক্তার নামবেন ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে। দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পাওয়ায় এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা পাঁচজন। তারা হলেন স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। একমাত্র সাগরই কোটা প্লেস পেয়েছেন। অর্থাৎ সরাসরি খেলবেন তিনি। বাকি চারজন পেয়েছেন ওয়াইল্ড কার্ড। দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমসে খেলার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়াল্ড অ্যাকুয়াটিক্স। তবে এ ব্যাপারে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত রাতে দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডের চিঠি আমরাও পেয়েছি।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button