খেলাধুলা

কোহলির রেকর্ড ছুঁলেন সুরিয়াকুমার

স্পোর্টস ডেস্ক : ঝড়ো ফিফটি, দলের জয়, নিজের ম্যান অব দা ম্যাচ হওয়া- সব মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্ত করলেন সুরিয়াকুমার ইয়াদাভ। শেষ নয় এখানেই। একটি রেকর্ডেও এ দিন তিনি ছুঁয়ে ফেলেন স্বদেশী গ্রেট ভিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ম্যন অব দা ম্যাচ হওয়ার রেকর্ডে এখন যৌথভাবে সবার ওপরে দুই ভারতীয় ব্যাটসম্যান। ১৬ বার ম্যাচ-সেরা হয়ে রেকর্ডটি এতদিন ছিল কোহলির একার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার সেখানে ভাগ বসান সুরিয়াকুমার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণকে বিদায় জানানো কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ। সুরিয়াকুমার তার রেকর্ড ছুঁলেন ৫৬ ম্যাচ কম খেলেই। সামনে রেকর্ডটি যে এককভাবে তারই হবে, সেটি বলে দেওয়ায় ঝুঁকি নেই একদমই। পাল্লেকেলেতে এই ম্যাচে ঝড়ো উদ্বোধনী জুটির পর টানা দুই বলে দুই ওপেনার ইয়শাসভি জয়সওয়াল ও শুবমান গিলকে হারায় ভারত। সুরিয়াকুমার সেখান থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ৮ চার ও ২ ছক্কায়। ২০ ওভারে ২১৩ রান তুলে ভারত পরে ৪৩ রানের জয়ে এগিয়ে যায় তিনি ম্যাচের সিরিজে। ম্যাচ-সেরার রেকর্ডে কোহলি ও সুরিয়াকুমারের ঠিক পরেই আছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অলরাউন্ডার ৯১ ম্যাচ খেলে সেরার স্বীকৃতি পেয়েছেন ১৫ বার। ১৪ বার করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ভারতের রোহিত শার্মা, আফগান অলরাউন্ডার মোহাম্মাদ নাবি ও মালেয়েশিয়ার অলরাউন্ডার ভিরানদিপ সিং। ১২ বার করে সেরা হয়েছেন সাকিব আল হাসান, পাকিস্তানের মোহাম্মাদ রিজওয়ান ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে ম্যান অব দা সিরিজ হওয়ার রেকর্ডে এখনও এককভাবেই শীর্ষে কোহলি। ৬ বার সিরিজ-সেরা হয়েছেন তিনি। সাকিব ও ওয়ার্নার হয়েছেন ৫ বার করে, ৪ বার করে হয়েছেন বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মাদ হাফিজ, রিজওয়ান ও সুরিয়াকুমার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button