আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির লক্ষ্য সামনে রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও তিনটি ওয়ানডে খেলবে। ইতোমধ্যেই স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন পৌঁছেছে আরব আমিরাতে, তবে দুইজন আটকা পড়েছেন ভিসা জটিলতায়। আজ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে, তবে পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের আমিরাত যাত্রা এখনও স্থবির রয়েছে। মূলত ভিসা জটিলতার কারণে তারা আমিরাতের বিমান ধরতে পারেননি। এমনকি রানা-নাসমুদের ভিসা কার্যক্রম কখন সম্পন্ন হবে সেটা জানা যায়নি বিসিবি পক্ষ থেকে। জানা গেছে, সেই কার্যক্রম শেষে উড়াল দেবেন তারা। আফগানদের চাওয়াতেই নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের মাটিতে হবে এই সিরিজের ম্যাচগুলো। যার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফও পৌঁছে গেছেন আরব আমিরাতে। আজ বুধবার প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।