তামিমের সাথে মাঠে দ্বন্দ্ব নিয়ে যা বললেন সাব্বির

স্পোর্টস ডেস্ক : বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। ম্যাচে আলোচনার জন্ম দেয় তামিম ইকবাল ও সাব্বির রহমানের বাকবিতন্ডা। মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুইজনের। এ নিয়ে মুখ খুলেছেন সাব্বির রহমান। ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা তামিম ও ডেভিড মালান ওই ওভারের দ্বিতীয় বলে রান নিচ্ছিলেন। এসময় সাব্বির বাউন্ডারিতে দাঁড়িয়ে বলটি আটকান, কিন্তু সরাসরি উইকেটরক্ষককে না দিয়ে সেটি ফেলে দেন, যা ক্রিকেটে ‘‘ফেইক ফিল্ডিং’’ নামে পরিচিত। তামিম এই আচরণে বেশ ক্ষিপ্ত হন এবং সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ এরপর আরো কিছু কথা বলা হলেও তা স্পষ্ট শোনা যায়নি। উত্তেজিত সাব্বির তামিমের দিকে এগিয়ে গেলেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ও ফিল্ড আম্পায়াররা দ্রুত পরিস্থিতি সামাল দেন। এবার সে অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাব্বির। তামিমের জন্য শ্রদ্ধার কথাই বলেছেন এই ক্রিকেটার। ঘটনাটি মাঠেই ইতি ঘটেছে বলে জানান তিনি। বেসরকারি চ্যানেল সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক তা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার বড় ভাই, সম্মানিত বড়ভাই এবং কিংবদন্তী ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে না আমি জানি। হিট অফ দ্যা মোমেন্ট এমন হয়ে গেছে কিন্তু ছোট ভাই হিসেবে আমি কিছু মনে করিনি। উনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, উনার সাথে আমার সম্পর্ক সবসময়ই ভালো থাকবে।’’