খেলাধুলা

অবশেষে আইপিএলে ডাক পেলেন মুজিব

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দল পেয়েছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই আইপিএল থেকেও ছিটকে গেছেন আফগান তারকা এএম গাজানফার। তার বদলি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন আরেক আফগান স্পিনার মুজিব। আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরে চোট পান এএম গাজানফার। মেরুদন্ডের চোটের কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। ফলে আইপিএলে খেলা হবে না তার। তাকে দলে ভেড়াতে ৪.৮ কোটি রূপি খরচ করেছিল মুম্বাই। তার বদলি হিসেবে মুজিব – উর – রহমানকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই। এ বিষয়ে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’ ২৩ বছর বয়সী মুজিব ক্যারিয়ারে ২৫৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন। যেখানে ২৩.৬৭ গড়ে এবং ৬.৭৫ ইকোনমিতে ২৭৫টি উইকেট নিয়েছেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এর পাঞ্জাব কিংসের হয়েও আইপিএল মাতিয়েছেন তিনি। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেন এই তারকা স্পিনার। সম্প্রতি এসএ-টোয়েন্টিতে মাঠ মাতিয়েছেন মুজিব। এই আসরে ১২টি ম্যাচে ১৪টি উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন এই স্পিনার। যদিও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা হয়নি তার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button