খেলাধুলা

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা: রোনালদোর আল নাসরের হতাশাজনক হার

আল কাদসিয়ার বিপক্ষে পরাজয়ে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেলো আল নাসর

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের শিরোপার লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর-এর জন্য। শুক্রবার রাতে আল কাদসিয়ার মাঠে ২-১ গোলে হেরে গিয়ে রীতিমতো পেছনে পড়ে গেলো তারা, পয়েন্ট তালিকার তৃতীয় স্থানেই রয়ে গেলো তাদের অবস্থান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। দলের প্রধান তারকা রোনালদো ছাড়াও ছিলেন জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিচের মতো অভিজ্ঞ ফুটবলাররা। তবু গোলের খরা কাটাতে পারেননি কেউই। কোচ স্টেফানি পিওলি নামিয়েছিলেন পূর্ণশক্তির একাদশ, তবু কাক্সিক্ষত সাফল্য আসেনি।
৩৫ মিনিটে স্বাগতিক আল কাদসিয়া এগিয়ে যায় তুর্কি আল আম্মারের গোলে। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ৮৪ মিনিটে সমতায় ফেরান সাদিও মানে, যিনি এক সময় লিভারপুলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। তখন মনে হচ্ছিল ম্যাচ অন্তত এক পয়েন্ট নিয়ে শেষ করবে আল নাসর।
কিন্তু ঠিক তিন মিনিট পর, ৮৭তম মিনিটে আল নাসরের স্বপ্নভঙ্গ করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। তার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল কাদসিয়া, আর আল নাসরের শিরোপা স্বপ্নে নামে কালো ছায়া।
এই পরাজয়ের পর ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল তাদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে (৬১), আর শীর্ষে থাকা আল ইত্তিহাদ আরও আট পয়েন্ট এগিয়ে (৬৫)। বাকি ম্যাচগুলোতে জিতলেও সরাসরি শিরোপা জয়ের পথটা কঠিন হয়ে উঠেছে রোনালদোর দলের জন্য।
ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি সৌদি ফুটবলের প্রতি নতুন দৃষ্টি আকর্ষণ করেছে, এবং ক্লাব আল নাসরের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশার পারদও ছিল অনেক উঁচুতে। তবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে দলের বারবার হোঁচট খাওয়া সমর্থকদের হতাশ করছে। মাঠে রোনালদোর লড়াকু মানসিকতা থাকলেও, তা জয় এনে দিতে পারছে না।
লিগের শেষ ভাগে এসে প্রতিটি ম্যাচ এখন আল নাসরের জন্য হয়ে উঠছে ‘অবশ্য জেতার ম্যাচ’। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে শুধু জয়ই নয়, প্রতিপক্ষের হোঁচটের দিকেও তাকিয়ে থাকতে হবে রোনালদোদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button