খেলাধুলা

জলে গেলো মিরাজের ফাইফার, জয় পেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে দুই ইনিংসেই বাংলাদেশের হয়ে লড়াই করলেন মেহেদী হাসান মিরাজ। তবে তাতে লাভ হলো না, হারই সাঙ্গ হলো বাংলাদেশের। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। মিরাজের জোড়া ফাইফারে ১৭৩ রানের পুঁজি নিয়ে লড়াই করেছে বাংলাদেশ। ১৭৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলছিল জিম্বাবুয়ে। ২৮ ওভারে ১১৭ রান জড়ো করার পথে মূল অবদান ব্রায়ান বেনেটের। ৮১ বলে ৫৪ রান করে তিনি ফেরেন সাজঘরে। ৭৫ বলে ৪৪ রান করেন বেন কারান। উদ্বোধনী জুতিতে দুজনে এনে দেন ৯৫ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা খেই হারায় জিম্বাবুয়ে। একে একে ৫ উইকেট তুলে নেন মিরাজ। তবে শেষ রক্ষা হয়নি টাইগারদের। ৫০.১ ওভারে ৩ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। বাংলাদেশ প্রথম দিনেই সবকটি উইকেট হারায় ১৯১ রানে। মুমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন, ১০৫ বলের মোকাবেলায়। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা তিনটি করে উইকেট শিকার করেছিলেন। বাংলাদেশের জড়ো করা ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে ক্ষান্ত হয় ২৭৩ রানে, লিড পায় ৮২ রানের। ব্রায়ান বেনেটের পর অর্ধশতক হাঁকান শন উইলিয়ামস। ৬৪ বল ৫৭ রান করে বেনেট বিদায় নিলে ১০৮ বলে ৫৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন উইলিয়ামস। এছাড়া নিয়াশা মায়াভো ৩৫ ও ওয়েসলি মাধেভেরে ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ পাঁচটি এবং নাহিদ রানা তিনটি উইকেট শিকার করেন। এর জবাবে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘিœত দিনে হারায় আরও ৩টি উইকেট। বৃষ্টির কারণে চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি হয়। তবে এবারো ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই হারায় শান্তকে, ১০৫ বলে যিনি করেন ৬০ রান। এরপর জাকের ছাড়া কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেননি। হাসান মাহমুদ ৫৮ বলে ১২ রান করেন। সস ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি একাই শিকার করেন ৬টি উইকেট। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button