খেলাধুলা

পিএসএল না খেলার সিদ্ধান্ত বিদেশী ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে পাকিস্তান ছাড়তে চাইছেন পাকিস্তান সুপার লিগের বিদেশি ক্রিকেটাররা। পিসিবি পিএসএল চালিয়ে যেতে চাইলেও বাকি অংশে বিদেশি ক্রিকেটারদের না-ও পাওয়া যেতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকা আক্রান্ত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বেশি ঝুঁকিতে। এমনকি গোটা পাকিস্তান জুড়েই বিরাজ করছে আতঙ্ক। এরই মাঝে পিএসএল খেলতে এক ঝাঁক বিদেশি ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। তবে বিদেশি ক্রিকেটাররা একযোগে পিএসএল খেলতে ও পাকিস্তানে অবস্থান করতে আপত্তি জানিয়েছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে তারা জানিয়েছেন, এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করতে নিরাপদ বোধ করছেন না। পিএসএলের পরবর্তী দুটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও। পিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের আশ^াস দিলেও এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় ক্রিকেট পাড়ায়। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা আর পাকিস্তানে অবস্থান করা নিরাপদ মনে করছেন না। বিদেশি ক্রিকেটাররা না খেললে শুধু দেশি ক্রিকেটার দিয়ে পিসিবি পিএসএলের বাকি অংশ চালিয়ে যাবে কি না, তা এখনও অনিশ্চিত।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button