ইংল্যান্ড সিরিজের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ শুনতে হলো। অনুশীলনের চোট পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ট। তার চোট সম্পর্কে অবশ্য বিস্তারিত জানা যায়নি। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ। সিরিজের আগে ইংল্যান্ডে এরইমধ্যে অনুশীলন শুরু করেছে ভারত। নতুন অধিনায়ক শুবমান গিলের অধীনে এই সিরিজ খেলবে ভারত। বেকেনহ্যামে অনুশীলনের সময় বাম হাতে আঘাত পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার পান্ত। রেভস্পোর্টজ সূত্রে জানা গেছে, বল লাগার পর সঙ্গে সঙ্গেই ব্যথায় কুঁকড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে আইস প্যাক দেয়া হয়। পরে হাতে ব্যান্ডেজ করে মাঠ ছাড়তে হয় এই বাঁহাতিকে। ঘটনার পর পুরো নেট সেশনেই আর দেখা যায়নি পান্তকে। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের এই চোট স্বভাবতই বাড়িয়ে দিয়েছে চিন্তার ভাঁজ। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপের অন্যতম সিনিয়র ক্রিকেটার এখন পান্ট। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় দলের ব্যাটিংয়ে বড় ভরসার নাম পান্ট। তবে এই চোটের কারণে যদি পান্ট খেলতে না পারেন তা ভারতের জন্য বড় ক্ষতিই হবে। যদি শেষ পর্যন্ত পান্ত ফিট না হতে পারেন, তাহলে বিকল্প হিসেবে উইকেটকিপার হিসেবে ধ্রুব জুরেলকে খেলাতে পারে ভারতীয় দল। ইংল্যান্ড ‘এ’ দলের একটি সিরিজ খেলছে ভারত। এই দলে অবশ্য লোকেশ রাহুল খেললেও বাকি ক্রিকেটাররা খেলছেন না।