খেলাধুলা

বিসিবিকে চিঠি দিলেন সোহাগ গাজী

স্পোর্টস ডেস্ক : আকস্মিকভাবে বাদ পড়েছেন স্কোয়াড থেকে-এমন অভিযোগ জানিয়ে বিসিবি সভাপতির কাছে ন্যায়বিচার চেয়েছেন জাতীয় দলে খেলা ক্রিকেটার সোহাগ গাজী। এনসিএলের চারদিনের সংস্করণের বরিশাল বিভাগীয় দল থেকে কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়েছে বলে গাজীর অভিযোগ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো চিঠিতে গাজী লিখেছেন, ‘আমি একসময় লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দুর্লভ সৌভাগ্য লাভ করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে আমার শতক এবং এক ইনিংসে ছয় উইকেট অর্জনের সেই স্মৃতি আজও আমার হৃদয়ে উজ্জ্বল। এই সম্মান ও গৌরবকে পুঁজি করে আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে উৎসর্গ করে এসেছি।’ ১১৭ ম্যাচে ১৯২ ইনিংসে ৩৬৯ উইকেট ও ১৮৩ ইনিংসে ৫১০২ রানের রেকর্ড উল্লেখ করে এই ক্রিকেটার লিখেছেন, ‘যা একজন অলরাউন্ডার হিসেবে আমার ধারাবাহিক নৈপুণ্য ও অভিজ্ঞতার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। এনসিএল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমার পেশাদার জীবনের মূল ভিত্তি, জীবিকার সংস্থান এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিচ্ছবি।’ অভিযোগে ৩৪ বছর বয়সী অলরাউন্ডার জানান, অপ্রত্যাশিতভাবে বরিশাল বিভাগ দল থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। নিজেকে নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ দাবি করে তিনি জানান, তার পেশাগত জীবন ও ভবিষ্যৎ প্রস্তুতির ওপর বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে। তার সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি স্কোয়াডে জায়গা পাওয়ার সম্পূর্ণ যোগ্য বলেও উল্লেখ করেছেন। তিনি খেলার জন্য ফিটও রয়েছেন জানিয়ে আরও লিখেছেন, ‘আমার ফিটনেস নিয়েও তেমন কোনো সমস্যা নেই; আমি এরই মধ্যে সফলভাবে ফিটনেস টেস্ট দিয়েছি এবং আমার মতো একই ধরনের ফিটনেস মান নিয়ে অনেকেই এবারের এনসিএলে অংশ নিচ্ছেন। আপনার (বিসিবি সভাপতির) ন্যায়বিচারের ছোঁয়ায় আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button