আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ক্রিস ব্রড

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে একজন ম্যাচ রেফারির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা কারও অজানা নয়। তবে এই ভূমিকা পালন করা কতটা কঠিন? তাকে সর্বেসর্বা ধরা হলেও অনেক সময় তাকেও মেনে চলতে হয় ‘অন্যদের কথা’! ভারতকে শাস্তি না দিতে যেভাবে প্রভাবিত হয়েছিলেন ক্রিস ব্রড। আইসিসির সাবেক এই ম্যাচ রেফারি জানিয়েছেন, ভারতকে স্লো ওভার রেটের শাস্তি দিতে বারণ করা হয়েছিল তাকে, সহনশীল মনোভাব দেখাতে বলা হয়েছিল। তবে কবে, কোন ম্যাচে এমন ঘটনা ঘটেছে তা খোলাসা করেননি ইংলিশ পেস কিংবদন্তি স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। ভারতকে শাস্তি দেওয়ার মতো পরিস্থিতি এলেও ব্রডকে সহনশীল হতে বলা হয়। দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ‘ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল ম্যাচের শেষে। নিয়ম অনুযায়ী জরিমানাযোগ্য ছিল। তখন আমি একটা ফোন পাই, সেখানে আমাকে বলা হয়, কিছুটা সহনশীল হও, কারণ এটা ভারত।’ ব্রড ২০০৩ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়কালে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে এবং ১৩৮টি টি-টোয়েন্টিসহ মোট ৬২২টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। আরও কাজ করতে চেয়েছিলেন ব্রড। তবে তা না পারায় আক্ষেপও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আসলে আরও কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আইসিসি আমার চুক্তি নবায়ন করেনি।’ আইসিসিতে এখন ভারতের আধিপত্য চলছে জানিয়ে তিনি বলেন, ‘যখন ভিন্স ভন ডার বিজল আইসিসির আম্পায়ার ম্যানেজার পদে ছিলেন তখন আমরা সমর্থন পেতাম। তিনি চলে যাওয়ার পর সব অনেক দুর্বল হয়ে পড়েছে। সব অর্থ ভারত পাচ্ছে এবং বিভিন্নভাবে আইসিসির দখল নিয়েছে। আমি খুশি যে আমি এখানে নেই।’



