মহেশ^রপাশায় চুরির ঘটনায় থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ মহেশ^রপাশা বণিকপাড়া একটি বাসা বাড়ী হতে বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির গেটে তালা ভেঙ্গে চোরচক্রের সদস্যরা চুরির ঘটনা ঘটিয়েছে। ওই ঘটনায় ভিকটিমের ভাইয়ের ছেলে মো. তানভীর হোসেন (২৬) বাদী হয়ে অজ্ঞাতনামা চোর বা চোরচক্রের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারীর চাচা মো. জিয়াউর রহমান প্রতিদিনই বাড়ির সিড়ির নীচে তালাবদ্ধ অবস্থায় তার পয়তাল্লিশ হাজার টাকা মূল্যের গিয়ার সাইকেল রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে তিনি বাহিরে চলে যান। পরবর্তীতে অভিযোগকারীর চাচী দুই তলা হতে নিচে নেমে সাইকেলটি দেখতে পাই না, এবং একই সাথে গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। তাদের ধারনা মতে, বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির গেটের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর বা চোরচক্রের সদস্যরা সাইকেল চুরির ঘটনাটি ঘটিয়েছে। চুরির বিষয়টি সিসি টিভি ক্যামেরা ফুটেজে দৃশ্যমান। দ্রুত সময়ের মধ্যে অভিযোগকারী চুরি হওয়া সাইকেলটি উদ্ধারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদুষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই বদিউজ্জামান জানান, ঘটে যাওয়া চুরির ঘটনায় ইতোমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চোর সনাক্তসহ গ্রেফতারের ব্যাপারে জোরদার প্রচেষ্টা অব্যহত রয়েছে।