স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আইনজীবী সমিতির কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি : স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতি সূর্যদয়ের সাথে সাথে বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন করা হয় সকাল ৬.৩০টা, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় সকাল ৭.০০মি: এবং শিশুদের মাঝে চিত্রাঙ্গক প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আইনজীবীদের কবিতা আবৃতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরিয় প্রদান করা হয়। সর্বশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারন সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা এবং যুগ্ম-সম্পাদক এ্যাড: তমাল কান্তি ঘোষ। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সময় বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা এ্যাড: স ম বাবর আলী, এ্যাড: হরেন্দ্রনাথ মন্ডল, এ্যাড: আ: সবুর মোল্যা এবং উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোল্লা বজলুর রহমান, এ্যাড: মোঃ এনায়েত আলী, এ্যাড: আব্দুল মালেক, এ্যাড: সৈয়দ শহীদুল আলম, এ্যাড: অসিত কুমার হালদার, এ্যাড: আ.ফ.ম. মহসীন, এ্যাড: গাজী আব্দুল বারী, এ্যাড: আ.ব.ম. নূরুল আলম, এ্যাড: মো: কেরামত আলী, এ্যাড: এম,এম, মুজিবর রহমান, এ্যাড: শেখ মোহাম্মদ আলী, এ্যাড: সিদ্দিকুর রহমান, এ্যাড: কামরুল আহসান, এ্যাড: একরাম আলী মোল্লা, এ্যাড: বি,এম রেজাউল করিম। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এ্যাড: এনামুল হক, এ্যাড: নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড:আব্দুল লতিফ, এ্যাড:ইয়াসমিন আরা, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড:আইয়ুব আলী শেখ, এ্যাড: শিকদার হাবিব, এ্যাড: এম এম সাজ্জাদ আলী, এ্যাড:নবকুমার চক্রবর্তী, এ্যাড:শামীম মোশারফ, এ্যাড: মোল্লা আবেদ হোসেন, এ্যাড:জহিরুল ইসলাম পলাশ, এ্যাড:হিমাংশু চক্রবর্তী, এ্যাড:সেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড:অশোক সিংহ, এ্যাড:সমর চন্দ্র মন্ডল, এ্যাড জেসমিন পারভিন জলি, এ্যাড কে এম শাহানাজ কচি, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড: রোজী, এ্যাড:আক্তারুন্নেছা তিতাস, এ্যাড:মোসা: শাম্মি আক্তার, এ্যাড:নওশীন রহমান বর্ষা, এ্যাড:পলাশী মজুমদার, এ্যাড রোমেনা তানহা, এ্যাড:শিউলি সেরনিয়াবাদ, এ্যাড রেবা সুলতানা, এ্যাড রোজানা পারভীন, এ্যাড সেলিনা খানম, এ্যাড:আসিফ নাঈম, এ্যাড:জিহাদুল ইসলাম, এ্যাড:মেহেদী হাসান, এ্যাড:সজিব বৈরাগী, এ্যাড:করিম, এ্যাড:মল্লিক আল হেলাল, এ্যাড: তুষার, এ্যাড:আ: হামিদ এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:মতিয়ার রহমান, এ্যাড খোরশেদ আলম, এ্যাড:আব্দুল কুদ্দুস, এ্যাড:রথীন্দ্র নাথ সরদার, এ্যাড:অশোক গোলদার, এ্যাড শেখর ঢালী, এ্যাড:শিলা মনি, এ্যাড সেলিনা আক্তার , এ্যাড:লিপি চৌধুরী, এ্যাড:ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড:ফারহানা সুমী, এ্যাড:শিপ্রা বিশ্বাস, এ্যাড:আরজিনা সাথী, এ্যাড:কনিকা বিশ্বাস, এ্যাড:ইলিয়াস খান, এ্যাড:আহাদুজ্জামান, এ্যাড:দীপ্তি রানী কুন্ডু সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড: শিরিন আক্তার পপি, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান দিপু, এ্যাড: এস,এম আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মো: মনিনুর ইসলাম মনির,্ এ্যাড: সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।