স্থানীয় সংবাদ

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গ্রাম্য ডাক্তারদের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ জরায়ুমুখে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর হাজার হাজার নারী মারা যান। সাধারণত উপকূল অঞ্চল অর্থাৎ খুলনায় নারীদের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে (এইচ পি ভি) আক্রান্ত সংখ্যা সব থেকে বেশি। ২৪ অক্টোবর থেকে ৪সপ্তাহ ব্যাপী ৫ম হতে নবম শ্রেণী অর্থাৎ ১০ হতে ১৪ বছর বয়স পর্যন্ত সকল কিশোরীদের বিনামূল্যে একডোজ টিকা দেওয়া হবে। রোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উত্তম। সভায় বক্তারা বলেন, ইতিমধ্যেই স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। গ্রাম ডাঃ কল্যাণ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্কুল গুলোতে ঐ বয়সী সকল মেয়েদের রেজিস্ট্রেশন করে এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জোর দাবী জানানো হয়। সভায় সকল গ্রামডাঃ ভাইয়েরা তাদের স্ব স্ব এলাকার মানুষকে এর সুফল সম্পর্কে পরামর্শ দেওয়ার আহবান জানানো হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে ২৩ অক্টোবর বুধবার বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি গ্রামডাঃএস এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গ্রাম ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্রাম ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, গ্রাম ডাঃ এইচ এম আবুল বাসার, গ্রাম ডাঃ আব্দুস সালাম, গ্রাম ডাঃ মোঃ শরাফত হোসেন, গ্রাম ডাঃ শেখ আলতাফ হোসেন, গ্রাম ডাঃ মোঃ আব্দুস সালাম, গ্রাম ডাক্তার এ জেড এম কামরুল হাসান, গ্রাম ডাঃ মোঃ হাবিবুর রহমান গ্রামডাঃ সৈয়দ আলী হাফিজ, গ্রাম ডাঃ মোঃ মাহমুদুল হাসান মুক্ত, গ্রাম ডাঃ শেখ ইমদাদুল, গ্রাম ডাক্তার শেখ বদরুদ্দীন আহমেদ, গ্রাম ডাঃ বীরেন্দ্রনাথ রায়, গ্রাম ডাঃ মোঃ হোসেন আলী, গ্রাম ডাঃ মোস্তাইন হোসেন সেলিম, গ্রাম ডাঃ আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, গ্রাম ডাঃ শেখ হাফিজুর রহমান, গ্রাম ডাঃ মুস্তাফিজুর রহমান, গ্রাম ডাক্তার কাজী আমির হাসান সিদ্দিক, গ্রাম ডাঃ বেনজির আহমেদ, গ্রাম ডাক্তার আব্দুল মান্নান মোড়ল গ্রাম ডাঃ গাজী মোহাম্মদ আলী, গ্রাম ডাঃ সুজিত ঢালী শান্ত, গ্রাম ডাঃ মোঃ রফিকুল ইসলাম, গ্রাম ডাঃ আঃ মান্নান মোড়ল, গ্রাম ডাঃ আব্দুল মালেক, গ্রাম ডাঃ জাহিদুর রহমান সোহেল প্রমুখ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button