যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন
# মার্কিন প্রেসিডেন্ট কে হলেন : জানা যাবে ঠিক কখন #
# জানেন কি কেমন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট? #
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সকাল ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। আজ সারাদিন চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিকদের প্রতিনিধিত্ব করছেন কমালা হ্যারিস। কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঠিক কখন জানা যাবে? ঃ যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। যার অর্থ ফলাফল পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে।
নির্বাচনের প্রথম বুথ বন্ধ হবে মঙ্গলবার সন্ধ্যায়। আর শেষটি বন্ধ হবে বুধবার সকালে। আগের নির্বাচনগুলোতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল নির্বাচনের দিনের রাতে অথবা পরের দিন ভোরে। তবে এবার যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই সংবাদমাধ্যমগুলো বিজয়ীর নাম ঘোষণায় পূর্বের চেয়ে বেশি সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদি কোনো রাজ্যে দেখা যায় ভোটের ব্যবধান খুবই কম তাহলে সেখানে ভোট পুনর্গননা করা হতে পারে। যা ফলাফল ঘোষণায় দেরি করাতে পারে। এছাড়া আইনি ঝামেলাও তৈরি হতে পারে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি নির্বাচনের আগেই ১০০টি মামলা দায়ের করে রেখেছে। যার মধ্যে রয়েছে ভোটার যোগ্যতা ও ভোটার রোল ব্যবস্থাপনার বিষয়গুলো। এগুলো নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণায় বাধা সৃষ্টি করতে পারে। তবে মিশিগানসহ বিভিন্ন রাজ্যে খুবই দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়।
জানেন কি কেমন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট? ঃ
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু জানেন কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট কেমন হয়? ঞ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার হয় বেশ দীর্ঘ। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, একেকটি ব্যালট হয় দুই কিংবা তিন পাতার। ব্যালটে শুধু প্রেসিডেন্ট প্রার্থীদের নাম নয় বরং পার্লামেন্টের উভয়কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) প্রার্থীদের নামও থাকে। আরও থাকে কমিউনিটি পরিষেবায় অর্থায়নের মতো স্থানীয় নানা উদ্যোগ ও প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা। তাই অঙ্গরাজ্য বা এলাকাভেদে ব্যালটের আকারও ভিন্ন হয়। আর একেকটি ব্যালট পূরণ করতে ভোটারদের মোটামুটি ১০ মিনিট সময় লাগে। মঙ্গলবার সকাল হতেই সবার আগে ভোটগ্রহণ শুরু হয় দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে। দেশটির পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে স্থানীয় সময় ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভারমন্টে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। ভারমন্টের পর যেসব অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয় সেগুলোর মধ্যে রয়েছে- আলাবামা, আইওয়া, ক্যানসাস, মিনেসোটা, মিসিসিপি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা ও টেক্সাস। এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।