আন্তর্জাতিক

পাকিস্তানে বিয়ের বাস নদীতে, বর-নববধূসহ ২৬ জনের মৃত্যু

প্রবাহ ডেস্ক : পাকিস্তানে সিন্ধু নদীতে একটি যাত্রিবাহী বাস পড়ে গেলে অন্তত ১৪ জন নিহত এবং আরো অনেক নিখোঁজ রয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে পাকিস্তানের ডন পত্রিকায় মৃতের সংখ্যা ২৬ জন বলা হয়েছে। নিখোঁজ সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর ১টায় গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায় দুর্ঘটনাটি ঘটেছিল। চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বাস নদীতে পড়ে যায়। তেলচি সেতু থেকে নদীতে পড়ে যায় বাসটি। দিয়ামের এসএসপি শের খান জানান, বাসটি জিবির আস্তোর জেলা থেকে পাঞ্জাবের চকওয়াল জেলার দিকে আসছিল। পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়েছে, কর্তৃপক্ষ অনুসারে, বাসটিতে প্রায় ২৭ জন লোক ছিল। উদ্ধারকারী কর্মীরা ইতিমধ্যেই নদী থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ১২ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রচ- ঠা-া পানিতে তারা আর বেঁচে নেই।
তবে উদ্ধারকারীরা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাবেন। দুর্ঘটনায় বর মারা গেলেও আহত অবস্থায় নববধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মারাত্মক আঘাতের কারণে তিনি পরে মারা যান।
দিয়ামারের জেলা প্রশাসক ও সুপারিনটেনডেন্ট উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। পাঁচজন স্থানীয় ডুবুরি এবং দুটি নৌকাও অংশ নেয় এই অভিযানে। ক্রেনের সাহায্যে বাসের ধ্বংসাবশেষ নদী থেকে তুলে আনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার নদী তীরবর্তী অন্যান্য এলাকায় নিখোঁজদের সন্ধান করা হবে। পুলিশ নদীর তীরবর্তী জনসাধারণকে মৃতদেহ খোঁজার জন্য অনুরোধ করেছে। কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য নৌবাহিনীকে তাদের ডুবুরি পাঠানোর অনুরোধ করেছে।
সূত্র : ডন

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button