৩৫০ মিটার উপরে স্টেডিয়াম বানাবে সৌদি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ^কাপ ফুটবলের প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই ২০৩৪ সালের আয়োজক দেশ সৌদি আরব তাদের নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ^কাপ আয়োজনকে অবিস্মরণীয় করে তোলার জন্য এক বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে। দেশটির উচ্চাকাক্সক্ষা এতটাই বেশি যে তারা পৃথিবীর উচ্চতম স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা একটি সুউচ্চ স্কাইস্ক্র্যাপারের চূড়ায় (আকাশচুম্বী আকাশছাদযুক্ত ভবনের ওপর) মাটি থেকে ৩৫০ মিটার (১১৫০ ফুটেরও বেশি) উপরে অবস্থিত হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের পরিকল্পনায় থাকা ‘স্কাই স্টেডিয়াম’-এর নকশা ও গ্রাফিক্যাল ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং ইংল্যান্ডের ডেইলি মেইল ও দ্য সানের মতো গণমাধ্যমগুলো। তাদের দাবি- ৩৫০ মিটার (১১৪৮ ফুট) উচ্চতায় স্টেডিয়াম বানানো উচ্চবিলাসী মনে হলেও, সৌদি আরব বিশ^কাপ আয়োজক হওয়ার আগে ‘নিওম (এনইওএম) স্টেডিয়াম’-এর কথা ফিফার নিলামে উপস্থাপন করেছিল। গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ফিফাকে দেওয়া ওই প্রস্তাবনাপত্রে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায়, ‘নিওম স্টেডিয়াম হবে বিশে^র সবচেয়ে ব্যতিক্রমধর্মী স্টেডিয়াম, যা হবে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫০ মিটার উপরে। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই চোখ ধাঁধানো কাঠামো ও ছাদ দেখা যাবে। সবমিলিয়ে এটি হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। “দ্য লাইন”-এর ভেতরে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনের জন্য থাকবে ট্রাম-সদৃশ স্বয়ংক্রিয় দ্রুতগামী পরিবহন এবং ব্যক্তিগত দ্রুতগামী পরিবহন ব্যবস্থাও রাখা হবে। যা পাঁচটি প্রধান সমতল পরিবহন করিডোরজুড়ে পরিচালিত হবে।’ সম্প্রতি ছড়িয়ে পড়া ছবি বা ভিডিও সৌদি আরবের পরিকল্পনার অংশ কি না তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে স্টেডিয়ামটিও ‘দ্য লাইন’-এর নকশায় অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে না। ২০২১ সালে সৌদি আরব একটি প্রস্তাবিত ‘দ্য লাইন’ নামে স্মার্ট সিটি তৈরির ঘোষণা দেয়। যেখানে পুরো শহরটি একটি একক সরল ভবন হিসেবে পরিকল্পিত, যার দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার, প্রস্থ ২০০ মিটার এবং উচ্চতা সর্বোচ্চ ৫০০ মিটার। এখানে কোনো গাড়ি, রাস্তা বা কার্বন নিঃসরণ থাকবে না। ওই শহরে প্রায় ৯ মিলিয়ন (৯০ লাখ) মানুষকে আবাসন দেবে, যা সৌদি আরবের বর্তমান জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। পরিকল্পিত ওই শহরের নির্মাণ কাজ শুরু হয়েছে, পুরো কাজ শেষ হতে সময় লাগবে ২০৪৫ সাল পর্যন্ত। ততদিনে ২০৩৪ বিশ^কাপের পর আরও ১১ বছরের ইতি ঘটবে। ফলে নিওম স্টেডিয়ামের গ্রাফিক্যাল ছবি ও ভিডিও নিয়ে যে আলোচনা চলছে, তা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এটি ঠিক যে সৌদি আরবের এমন ভেন্যু তৈরির পরিকল্পনা প্রস্তাবনায় উল্লেখ রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৬ সালে সৌদির বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণ শুরুর পর ২০৩২ সালে কাজ সম্পন্ন হবে।
 
  
 


