ছুটির ফাদে বাংলাদেশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটির ফাদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এবার ঈদের ছুটি আগের ঘোষণা অনুযায়ী ১০,১১ও১২ এপ্রিল তিন দিনই থাকছে।তবে সরকারি চাকুরীজীবীরা ছুটি ভোগ করবেন আরও বেশি। কারন ১৩৷ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দিন রোববার পহেলা বৈশাখের ছুটি। মানে টানাপাচ দিন ছুটি থাকছে।এর আগে পবিত্র শবে কদর উপলক্ষে ৭এপ্রিল সরকারি ছুটি। তার আগে ৫ও৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ৮ও৯ এপ্রিল ছুটে নিতে পারেন, তবে তিনি লম্বা ছুটি ভোগ করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী এবার ৩০ রোজা হবে ধরে নিয়ে ছুটি নিরধারন করা হয়েছে।শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নিরধারিত হয় ঈদুল ফিতর। একারণে ২৯ রোজা হবে ধরে নিয়ে ঈদের ছুটি ঠিক করা হয়।এবারও জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে ২৯ রমজান। আগের ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) আছে ১০ থেকে ১২ এপ্রিল। ঈদের ছুটি আনন্দময় ও নিরঝঞ্জাট করতে ঈদের ছুটি ৫দিন করার আলোচনা চলছে অনেক দিন থেকে। কিন্তু সেটা বাস্তবায়িত হয় নি।তবে এবার সাপ্তাহিক ছুটি ও দিবসের ছুটির কারনে লম্বা ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন সংশ্লিষ্টরা।অনেকে ইতিমধ্যে কোথায় কি ভাবে আপনজনদের নিয়ে সময় কাটাবেন, সে পরিকল্পনা করে ফেলেছেন।পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ কতটা উৎসব মুখুর করা যায় সে চেস্টা করছেন। তবে এবার ঈদ যাত্রায় নদী,সড়ক, রেল ও বিমান পথে ভ্রমণের টিকিট পাওয়া যেন সোনার হরিণ হয়ে গেছে।এছাড়াও পথের যানজট, জনজট পেরিয়ে কোনো রকম নাড়ির টানে দেশে ফিরতে পারলেই হয়।আপনজনদের সাথে একটু বেশি সময় কাটিয়ে আবার কমক্ষেত্রে নিরাপদে ফেরার চিন্তাও সবার মধ্যে আছে।আর যারা আপনজনদের কাছে যেতে পারছেন না,তারা মনের অনুভূতি আবেগ চাপা দিতে বিছানায় ঘুমিয়ে বিশ্রাম নিবেন।কাজের ব্যাস্ততার কারণে যারা পরিবারকে সময় দিতে পারেন না,তারা এ সুযোগ হাতছাড়া করতে চান না। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ফলে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের জনসংযোগের প্রস্তুতি নিচ্ছেন।ঈদের ছুটিতে সবাই দেশে আসবেন আপনজনদের সাথে সময় কাটাতে।সেই সুযোগে প্রাথীরা নিজেদের জনসংযোগের সুযোগ হারাতে চান না। আমরা চাই, ঈদ আনন্দ যথাযথ ভাবে সবাই ছুটির মধ্যে উপভোগ করে আবারও নিজ নিজ কাজে ফিরে আসুন। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি, উন্নতি।