ব্যবসায় নামার ঘোষণা দিলেন রোশান
প্রবাহ বিনোদন: নতুন প্রজন্মের নায়ক জিয়াউল রোশান। ২০১৬ সালে ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ ছবি দিয়ে অভিনেতার অভিষেক। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’, ‘সাইকো’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন। তবে ব্যস্ত এই রোশানই এখন অভিনয়কে একমাত্র পেশা হিসেবে নিতে নারাজ! গতকাল শুক্রবার এই অভিনেতার জন্মদিন। আর এই দিনেই সিদ্ধান্ত নিয়েছেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করবেন রোশান। কারণ, দেশের রাজনৈতিক পটপরিবর্তনে কাজের সংকটে রয়েছে গোটা মিডিয়া। রোশান বলেন, ‘কিছু হলেই মিডিয়ার ওপর প্রভাব পড়ে। করোনার সময়েও দেখেছি, দুই বছর কাজ ছিল না। এখন রাজনৈতিক পটপরিবর্তনেও দেখছি কাজ নেই। এভাবে প্রতি দুই-তিন বছর পরপর মিডিয়ার ওপর চাপ আসে। আমরা যাঁরা শুধু অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলাম, তাঁরা কোনঠাসা হয়ে পড়েছি।’ ব্যবসার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আর নয়, এখন পরিবারকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য হলেও অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করতে হবে। আপাতত ব্যবসা করারই সিদ্ধান্ত নিয়েছি আমি।’ চিত্রনায়ক রোশান মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আজহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত সিনেমাতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ককপিট’। অভিনেতা দেব প্রযোজিত এই সিনেমায় তিনি দেবের সঙ্গে পার্শ্বভূমিকায় অভিনয় করেন। এরপর একে একে অভিনয় করেছেন অনেক ছবিতে। পেয়েছেন জনপ্রিয়তা।