স্থানীয় সংবাদ

বাগেরহাটে চাঞ্চল্যকর মফিজ হত্যা মামলায় যুবকের যাবজ্জীন কারাদ-

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার(২৭) নামের এক যুবক কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে। আদালত সুত্রে মামলার সংক্ষিপ্ত বিবারনে জানা যায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোলেরগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের ভিকটিম মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে রাস্তায় ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী থাকায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ হত্যাকান্ডের দুদিন পর ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের তদন্তশেষে শুধু হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button