স্থানীয় সংবাদ

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

# সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে #

খবর বিজ্ঞপ্তি ঃ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার নৌ সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান (Admiral M Nazmul Hassan) সম্মাননা স¥ারক ও শান্তিকালীন পদক তুলে দেন। উক্ত অনুষ্ঠানে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ৪০ জন এবং ২০২৪ সালে ৩৭ জন সর্বমোট ৭৭ নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। উল্লেখ্য, শান্তিকালীন পদক প্রাপ্তদের মধ্যে ৩জন নৌবাহিনী পদক (এনবিপি), ১০জন অসামান্য সেবা পদক (ওএসপি), ১০জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ১৪জন নৌ গৌরব পদক (এনজিপি), ২০জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ২০জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পদকে ভূষিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন এর পরিবারসহ ৫জন বীর উত্তম, ৮জন বীর বিক্রম, ৮জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান এবং পরিবারবর্গের সদস্যগণসহ নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ও ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১ এর উত্তরাধিকারী এই অকুতোভয় বীরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button