বিনোদন

সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া

প্রবাহ বিনোদন : ২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।
সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারিদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুল গুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’
টয়ার কথায়, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছে, মাথায় হাত রেখেছে আমরা এখনও ভালো আছি। পরিবারের সদস্যরা আমাদের ভালোবাস। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’
বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছে তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’
মুমতাহিনা চৌধুরী টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদেরকে খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button