৪০ বছর ধরে ফুটপাতে বই বিক্রি করছেন বৃদ্ধ আয়ুব আলী

শেখ ফেরদৌস রহমান ঃ খুলনা শহীদ হাদিসুর রহমান পার্ক এলাকার পাশে ফুটপাতে ৪০ বছর ধরে বই বিক্রি করছেন বৃদ্ধ মোঃ আয়ুব আলী যদিও বয়সের কারণে এখন চলাফেলা করতে অসুবিধা হয়। তবে দীর্ঘ ৫৫ বছরের বেশি সময়ে ধরে এখনও বই বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহ করে চলেছেন। পাকিস্তান আমল থেকে সেই ছোট বয়সের সময়ে তিনি বই বিক্রি করা শুরু করেন। এখনও পর্যন্ত বই বিক্রি করেন। তবে আগের মত এখন বই বিক্রি হয়না। সারাদিন ফুটপাতে বসে থেকে দৈনিক পাঁচশত থেকে ছয়ঁশত টাকা বিক্রি হয়। আবার কোনদিন আরও কম বিক্রি হয়। শতকরা হিসেবে বই বিক্রি হলে ৩০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত কমিশন থাকে। সব মিলিয়ে প্রতিদিন একশ টাকা থেকে দুইশ টাকা উপার্জন হয়। তিনি বলেন, পরিবারের সদস্য আমি আর আমার একটি ছেলে। একটি বেসরকারী এনজিও অফিসে চাকুরী করি। আমার এখানে রয়েছে ইসলামী বই যার মধ্যে হযরত মুহম্মাদ (সাঃ) এর সুন্নত সম্পর্কে, ইসলামের চার খলিফা হযরত আবু বক্কর (রাঃ) জীবনী, হযরত ওমর, ওসমান ও আলী (রাঃ) জীবনী, মুসলিম জীবনে হালাল-হারাম, হযরত আয়েশা সিদ্দিকীর জীবনী আদর্শ নারী পাঞ্জেখানা,নামাজ শিক্ষা সহ অসংখ্য ইলামী বই সহ রয়েছে ছোট বাচ্চাদের আদর্শ লিপী, মিষ্টি ছড়া, ইংরেজি বই, ইংলিশ স্পোকেন, অংক শিখি এ,বি,সি, মটু পাতলু, গোপাল ভাঁড় সহ বিনোদনমূলক বই। এসব বই গুলো আমি আশে পাশের বড় লাইব্রেরী থেকে ক্রয় করি। বেচা বিক্রি শেষে কিছু বিক্রি হয়। আমার সংসারে আমার ছেলে আমাকে দেখাশুনা করে। আমি নিজে একজন অশিক্ষিত কোন রকম ক্লাস থ্রি -ফোর পর্যন্ত পড়াশুনা করেছি। আমি জীবনে অন্য কোন পেশায় যাইনি বা ভালো লাগেনি বলে আজ ও পর্যন্ত বই বিক্রি করছি। যদি বলে প্রায় ৬০ বছরের কম হবেনা। আমি চাকুরী পেয়েছি তবে বই বিক্রি একটা নেশা। আমি চাকুরী করতে যাইনি। এখন বয়স্ক ভাতা পাচ্ছি। বই হলো জ্ঞানের আলো বই পড়লে মানুষ অন্ধকার হতে আলোর পথে আসে। আমি যখন সময় পাই নিজেও বই পড়তে ভালবাসি। এ বিষয়ে কথা হয় পথচারী মোঃ রফিকুল ইসলামের সাথে তিনি বলেন, আমি কোর্টে চাকুরী করি। আমি কয়েকবার কথা বলেছি এই বৃদ্ধ মানুষটাকে দেখি আর কতদিন বা বাঁচবে রোদ, বৃষ্টির মধ্যে এখানে বসে বই বিক্রি করে। সাধারণত পাথচারীরা যখন ফুটপাত দিয়ে হেঁটে যায় তারা এসব বই ক্রয় করে। এমনিতে কেউ আসেনা। বিশেষ করে পথচারী শিশু বাচ্চা বেশি ক্রয় করে বই। হয়তো বা তার হাত থেকে বই পড়ে কত মানুষ অন্ধকার জ্ঞান হতে আলোয় ফিরছে।