বিনোদন

নির্মাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার

প্রবাহ বিনোদন : বর্তমান সময়ের নবাগত অভিনেত্রীদের একজন আইশা খান। ছোট পর্দায় ইতোমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বছরখানেকের ক্যারিয়ারে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন।
সম্প্রতি তেমনই এক অভিযোগ সামনে আনলেন এই তারকা। জানালেন, পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়ার বকেয়া টাকা পরিশোধ করছেন না।
সোমবার ফেসবুকে তরুণ এই নির্মাতাকে মেনশন করে এক ফেসবুক স্ট্যাটাসে আইশা লেখেন, ‘আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী-ই হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে আইশা বলেন, আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে উনি (আবু হায়াত মাহমুদ ভূঁইয়া) আমাকে কল দেন। কিন্তু আমি খুব আপসেট ছিলাম। কারণ কষ্ট বেশি না পেলে এ ধরনের পোস্ট দিতাম না। সেখানে দুই বছর হয়ে গেছে এবং গত আট মাস ধরে তিনি একই অজুহাত দিচ্ছেন। তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে সামনে মাসে টাকা এলেই আমাকে দিয়ে দেবেন, বিষয়গুলো গত ১০ মাস ধরে শুনছি। আর শুনতে চাচ্ছিলাম না। এ জন্য ফোনটা ধরিনি। এর পাঁচ মিনিট পর দেখি উনি আমাকে ‘থ্যাংকস’ লিখে খুদে বার্তা পাঠিয়েছেন।
অভিনেত্রীর জানান, এটি দীপ্ত প্লের একটি সিরিজের কাজ ছিল। ২০২২ সালের অক্টোবর কিংবা নভেম্বরে সম্ভবত শুটিং শুরু হয়। ২৬ পর্বের কাজ ছিল। মাসে দেখা যেত এক দিন করে শুটে যেতে হয়েছে আমাকে। প্রথম দুটি বিল উনি আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন। এরপর থেকে দেরি করে দিতেন। সর্বশেষ এ বছরের কোরবানি ঈদে বিল দেন।আইশা বলেন, ‘উনার শ্বশুর তখন অসুস্থ ছিলেন। আমার এক লাখের ওপরে বকেয়া ছিল। যেহেতু ঈদ মৌসুম সেহেতু উনার কাছে আমি পারিশ্রমিক চাই। উনি আমাকে ৫০ হাজার দেন। এখনো সাড়েও ৬২ হাজার বাকি। ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন। ফোন দিলেই নানা অজুহাত দেন। গতকাল পোস্ট দেওয়ার পর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button