বিনোদন

শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী

প্রবাহ বিনোদন : চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিংসেটে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় আঘাত পান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ঘটনার পরপরই অভিনেত্রীকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন তিনি। চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেওয়ায় শুটিং অসমাপ্ত রেখে গত সোমবার সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী। অভিনেত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’ গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সে রকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। গত রোববার ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী। শুটিংসেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রাখেন। কথা বলতে নিষেধ করেন অভিনেত্রীকে। চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button