বিনোদন

ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম

প্রবাহ বিনোদন : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকা বিতর্কের ঝড় যেন থামছেই না। অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়াকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। প্রিয়াংকা ছাড়াও একাধিক অভিনেত্রীর সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। এর আগে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও শামীম হাসান এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। ‎গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিনয়শিল্পী সংঘের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাক্সক্ষী ও নারী সহকর্মী প্রিয়াংকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। শামীম বলেন, ‘সম্প্রতি অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপ্রিয়েন্স হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালাগাল করেছি। সেই ঘটনার পর প্রিয়াংকার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।’ ‎অভিনয় জীবনে শুধু প্রিয়াংকাই নয়; বিভিন্নজনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সে জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে শামীম বলেন, ‘হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা এ রকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবেন না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন।’ ওই ভিডিওবার্তায় শামীম আরও বলেন, ‘আমার শুভাকাক্সক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি- আমি এমনটি কখনো করব না।’ এদিকে অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য। সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button