বিনোদন

চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

প্রবাহ বিনোদন: গত কয়েকদিন ধরে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ নুসরাত ফারিয়া এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন-যা একদিকে যেমন আইনগত জটিলতা, তেমনি অন্যদিকে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও ফেলেছে প্রবল প্রভাব। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে মুক্তি পেলেও এখন তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন।
সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর ভাটারা থানায় দায়ের হওয়া এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। অবশেষে গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই অভিনেত্রী গণমাধ্যমের সামনে আসেননি। তবে সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক স্ট্যাটাসে তিনি তার বর্তমান শারীরিক অবস্থা এবং মানসিক যন্ত্রণার বিষয়ে খোলাখুলি জানিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।”
চিকিৎসার অংশ হিসেবে তাকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে বলা হয়েছে, যার ফলে ফোনসহ যেকোনো যোগাযোগমাধ্যম ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। তিনি আরো বলেন, “এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ^াস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।”
এই সময়টা যে তার জীবনের সবচেয়ে কঠিন ও সংবেদনশীল সময় ছিল, সে কথাও অকপটে জানিয়েছেন এই চিত্রনায়িকা। “গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের আপামর জনসাধারণের প্রতি, যারা বিভিন্নভাবে তার পাশে ছিলেন এই সময়ে। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের সহানুভূতিশীল ভূমিকা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সহায়তা করেছে। “আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা।”
নুসরাত ফারিয়া একাধারে একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং উপস্থাপক। ২০১৫ সালে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী একের পর এক হিট সিনেমার মাধ্যমে তৈরি করেছেন নিজস্ব একটি অবস্থান। তবে সাম্প্রতিক ঘটনাবলি তার ক্যারিয়ারে এক অস্বস্তিকর অধ্যায় তৈরি করেছে-যা এখন তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলেছে।
এই মুহূর্তে তিনি পুরোপুরি বিশ্রামে, চিকিৎসা চলছে বিশেষজ্ঞদের অধীনে, আর তার অনুপস্থিতিতে ভক্তরা অপেক্ষা করছেন তার সুস্থ হয়ে ফিরে আসার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button