বিনোদন

মোশাররফ করিমের আট বিয়ের রহস্যে মোড়ানো ‘বোহেমিয়ান ঘোড়া’

প্রবাহ বিনোদন: অভিনয়ের নানা গুণে দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম। সিরিয়াস ও অন্তর্মুখী চরিত্রে তাঁর মুন্সিয়ানা প্রশংসিত হলেও এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্নধর্মী এক চরিত্রে-একজন ট্রাক চালক, যার জীবনের গন্তব্য আটটি ভিন্ন ঘর। ‘বোহেমিয়ান ঘোড়া’ নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। দুই মিনিটের এই ঝলকেই দর্শকের কৌতূহলকে উসকে দিয়েছে এর গল্প ও নির্মাণভঙ্গি। গল্পের কেন্দ্রীয় চরিত্র আব্বাস, যে জীবনের নানা বাঁকে পড়ে দেশের বিভিন্ন জেলায় সাতটি বিয়ে করে ফেলে। প্রতিটি স্ত্রীর চোখে সে একেবারে ভিন্ন মানুষ-কোথাও প্রেমিক, কোথাও প্রতারক, কোথাও আবার নিরীহ বন্ধু। মজার বিষয় হলো, এই স্ত্রীদের কেউই একে অপরের অস্তিত্ব জানে না। একমাত্র সেলিম-আব্বাসের ট্রাক হেল্পার-সব খবর জানে, চুপচাপ সব সহ্য করে।
তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন আব্বাস অষ্টম বিয়ের সিদ্ধান্ত নেয়। এই বিয়ের পরই শুরু হয় বিপদের ঘনঘটা। তার জীবন অনিশ্চয়তার দিকে গড়ায়। মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায়, এই দুর্যোগময় পরিস্থিতি থেকে আদৌ আব্বাস বেরোতে পারে কি না-এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে পুরো সিরিজটি প্রকাশ না হওয়া পর্যন্ত।
এই সিরিজে আব্বাসের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে আছেন আটজন ভিন্ন ভিন্ন স্বভাবের নারী। রুনা খান অভিনয় করেছেন গরম মেজাজ ও আত্মবিশ^াসী নারীর চরিত্রে, মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের ভূমিকায়, সাদিয়া আয়মানের চরিত্রটি ছটফটে ও চঞ্চল, তানজিকা আমিন রয়েছেন এক শান্ত, পরিণত নারীর চরিত্রে, জুঁই হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে, ফারহানা হামিদের চরিত্রে সংযম ও আবেগের মিশেল, আর নতুন মুখ অদিতি ও বৃষ্টি থাকছেন তাদের অভিনয়ের প্রথম চমক নিয়ে। এই অভিনেত্রীদের প্রত্যেকেই আব্বাসের জীবনের একেকটি স্তর তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা এবং শরীফুলসহ আরও অনেকে।
কেন মোশাররফ করিমকে বেছে নেওয়া হলো এই চরিত্রে, এমন প্রশ্নে নির্মাতা অমিতাভ রেজা বলেন, “আব্বাস এমন একজন মানুষ, যার মধ্যে এক ধরনের চুম্বকীয় আকর্ষণ রয়েছে। সে সহজেই নারীদের মন জয় করে নেয়, কিন্তু নিজের জীবন নিয়ে সে গভীর দ্বন্দ্বে থাকে। এমন চরিত্রে অভিনয়ের জন্য প্রয়োজন একজন মেথড অভিনেতা, যার মধ্যে প্রতিটি মুহূর্তে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা আছে। মোশাররফ করিম সেই অভিনেতাই।”
নির্মাতা আরও জানান, ‘বোহেমিয়ান ঘোড়া’ কেবল একটি কমেডি সিরিজ নয়-এটি এক জটিল জীবনধারার রূপক, যেখানে প্রেম, প্রতারণা, দ্বন্দ্ব ও মানবিক টানাপোড়েন একসঙ্গে চলেছে। দর্শক যেমন হাসবেন, তেমনই উপলব্ধি করবেন এক জীবনসংকটের চিত্রও।
ট্রেলারটি ইতিমধ্যে সামাজিকমাধ্যমে দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছে। কেউ বলছেন ‘অস্থির’, কেউ বলছেন ‘চরম’, কেউবা বলছেন ‘জমে যাবে’। সিরিজটির প্রতি আগ্রহ আর প্রতীক্ষা বেড়েই চলেছে।
‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পাচ্ছে বুধবার (৫ জুন), ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button