বিনোদন

সংকটাপন্ন অবস্থায় অভিনেত্রী তানিন সুবহা

প্রবাহ বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তানিন সুবহার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনুরাগী ও তার সহকর্মীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সবাই সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রীর জন্য দোয়া চাইছেন। পাশাপাশি শোবিজ তারকারাও সুবহার জন্য দোয়া প্রার্থনা করছেন। অভিনেত্রী শিরিন শিলা তার ফেসবুকে তানিন সুবহার হাসপাতালের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ তুমি তানিন রহমান সুবহাকে ফিরিয়ে দাও। তানিন এখন লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট রুমে আমাকে দেখার অনুমতি দিয়েছে। সবাই তানিন সুবহার জন্য দোয়া করবেন।’ চিত্রনায়ক শিপন মিত্র তার ফেসবুকে পোস্ট লিখেছেন, ‘তানিন রহমান সুবহা বন্ধু তোর কিচ্ছু হবে না। তুই অনেক ভালো মানুষ, প্রত্যেকটা মানুষের দোয়া তোর সাথে আছে। ইনশাআল্লাহ আমরা খুব শিগগির আবার একসাথে হাসিখুশিভাবে আড্ডা দেব।’ বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘আমার সহকর্মী বন্ধু চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মাইল্ড স্টোক করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে। সবাই দোয়া করবেন।’ অভিনেত্রী রতœা কবির তার ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় তানিন সুস্থ হয়ে ফিরে আয় বোন।’ অভিনেত্রী শাহনূর লিখেছেন, ‘আমাদের প্রিয় ছোট বোন তানিন সুবহা লাইফ সাপোর্টে রয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’ জানা গেছে, গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ বেশকিছু খ- নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন তানিন সুবহা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button