বিনোদন

কনে সাজে ধরা দিলেন দীঘি!

প্রবাহ বিনোদন : ভিন্ন রূপে নজর কাড়তে জুড়ি নেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু এবার রীতিমতো চমকেই দিলেন ভক্তদের! কারণ, হঠাত কনে সাজে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা; ভক্তদের মাঝেও ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন- তবে কী বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীঘি? অবশ্য কনে সেজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীঘির ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার কনে সেজেছেন এই নায়িকা। এবারও সাজলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দীঘি, যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে। এছাড়াও ভারী গহনায় সেজেছেন দীঘি; মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি, আর চোখে-মুখে বোল্ড মেকআপের ছোঁয়া-সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ! দীঘির এই কনে রূপ ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকের মন্তব্য-দীঘি কি তবে বিয়ে করতে চলেছেন? কিন্তু আদতে এটি শুধুমাত্রই ফটোশুট। তবে নেটিজেনদের একজন এও মন্তব্য করেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে’। অভিনয়ের পাশাপাশি নিজের লুক ও স্টাইল নিয়েও সচেতন দীঘি। তবে তাকে নিয়ে আলোচনা তার অভিনয় নিয়েই। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত চলচ্চিত্র ‘জংলি’, যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আপাতত নতুন কোনো ছবিতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button