বিনোদন

নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন জয়া

প্রবাহ বিনোদন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরলেও এবার তাকে দেখা গেল নতুন রূপে। গতকাল শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি। এমনিতেই ফ্যাশন সেন্স ও স্টাইল নিয়ে জয়া আহসানের প্রশংসা কম নয়। তার নজরকাড়া স্টাইলের কাছে বয়স যেন ঢাকা পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। ছবিতে তাকে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজের মতো পোশাকে। পোশাকটিতে রয়েছে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ রঙের টিউলিপ ফুলের প্রিন্টে ডিজাইন। ছবিগুলোতে জয়াকে ঘরোয়া আবহেই পোজ দিতে দেখা যায়। কখনও জানালার বাতি বা পর্দার দিকে আনমনা হয়ে তাকিয়ে আছেন, কখনও বা সোফায় বসে আলতো হাতে চুল ঠিক করছেন; আবার ঘুমানোর ভঙ্গিতেও পোজ দিয়েছেন। চারটি ভিন্ন ফ্রেমে তোলা ছবিগুলোতে জয়াকে দেখায় বেশ ¯িœগ্ধ ও লাবণ্যময়ী। পোস্টটির সঙ্গে যুক্ত করেন একটি গানও। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ কেউ তাকে সকালের মিষ্টি শুভেচ্ছাও জানান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গ-ি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার তিনি নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button