বিনোদন

ওটিটিতে আসলো জয়ার ‘ফেরেশতে’

প্রবাহ বিনোদন : দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। প্রেক্ষাগৃহে সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে না পারলেও এবার সিনেমাটি মুক্তি পেলো ওটিটিতে। গতকাল রোববার বঙ্গ বিডিতে মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেন ‘ফেরেশতে’। সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি এখানে তুলে ধরা হয়েছে। এ দস্পতির জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। ‘ফেরেশতে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button