আন্তর্জাতিক

পাকিস্তানে দূষণে হাজারও মানুষ অসুস্থ, কয়েক শহরের কার্যক্রম বন্ধ

প্রবাহ ডেস্ক : তীব্র বায়ু দূষণে পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত স্মগ বা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন হাজারও মানুষ। ফলে কয়েকটি শহরের কার্যক্রম আজ রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে এই দুর্দশা দেখা দিয়েছে। সম্প্রতি শহরটিতে ধোঁয়াশা বিপজ্জনক স্তরে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, তিনটি শহরের বিদ্যালয়, অফিস, শপিংমল ও পার্কগুলো আজ রোববার পর্যন্ত বন্ধ রাখার আদেশ দিতে বাধ্য হয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। গত কয়েকদিন ধরেই লাহোরের বাতাসে দূষণ অতিমাত্রায় বেড়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রায় ৪০০ ছুঁইছুঁই। যেখানে এই একিউআই ২০০ এর ওপরে থাকলেই বাতাসকে বিষাক্ত বলে বিবেচনা করা হয়। লাহোরের কয়েকজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, এখন নিয়মিতই সেখানে বায়ু দূষণ হচ্ছে। এই বিষাক্ত ও দূষিত পরিবেশই এখন তাদের জীবনের অংশ। ক্ষতিকর এ ধোঁয়াশা তাঁদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজ মারাত্মকভাবে প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন লাহোরের বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো পাকিস্তানের কৃষকরাও নতুন রোপণ মৌসুমের জন্য জমি প্রস্তুত করতে খড় পুড়িয়ে থাকেন। ফলে এই সময়ে অঞ্চলগুলোতে দূষণের মাত্রা তীব্র হয়। এদিকে, পাশ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলেও একই রকম ধোঁয়াশা ছড়িয়েছে। গত মঙ্গলবার দিল্লির ধোঁয়াশা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। এদিন রাজধানী দিল্লির একিউআই ছিল ৩০০।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button