আন্তর্জাতিক

দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া

প্রবাহ ডেস্ক : কয়েক ঘণ্টার মধ্যে পর পর দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ে পরীক্ষা করল উত্তর কোরিয়া। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। দক্ষিণ কোরিয়ার সেনার বরাত দিয়ে ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার ক্ষেত্রে অ্যামেরিকা আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর কোরিয়ার উপর। তা সত্ত্বেও গত এক বছরে একের পর এক ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে কিমের দেশ। এর মধ্যে একটি মিসাইল দূরপাল্লার বলে মনে করা হচ্ছে। দুইটি মিসাইলই সমুদ্রে গিয়ে পড়েছে। সম্প্রতি অ্যামেরিকা এবং দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে জানিয়েছে, পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। এর প্রেক্ষিতেই এদিন পরপর দুইটি ব্যালেস্টিক মিসাইল তারা পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার তরফে এখনো এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এদিন জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, মিসাইলটি হোক্কাইডোর কাছে সমুদ্রে গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া থেকে মিসাইলটি ছোঁড়ার এক ঘণ্টা পর গিয়ে সেটি জলে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনা জানিয়েছে, মিসাইলটি এক হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। একটি উঁচু জায়গা থেকে মিসাইলটি ছোঁড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। আশপাশের দেশে যাতে কোনোভাবেই মিসাইলটি আঘাত না করে সে জন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনা। এদিকে জাপানের বক্তব্য, যে মিসাইলটি ছোঁড়া হয়েছে, তা অ্যামেরিকা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ, এই মিসাইলটি ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে মনে করছে জাপান। পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে মিসাইলগুলি তৈরি হয় এবং সেখান থেকে থেকেই এগুলি ছোঁড়া হয় বলে এদিন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button