আন্তর্জাতিক

ইউক্রেনের আরও একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

প্রবাহ ডেস্ক : পূর্ব ইউক্রেনের মেরিঙ্কা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার সেনাবাহিনী নিয়েছে বলে জানিয়েছে মস্কো। সোমবার এই দাবি করে মস্কো থেকে বলা হয়, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সাফল্যের প্রশংসা করেছেন। শহরটির নিয়ন্ত্রণের ফলে রাশিয়ার নিয়ন্ত্রিত দোনেৎস্কে কম গোলাবর্ষণ হবে। খবর এএফপির। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, আজ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক বৈঠকের মাধ্যমে মেরিঙ্কা শহরের নিংয়ন্ত্রণের কথা পুতিনকে জানান, যা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৈঠকে শোইগু পুতিনকে বলেন, আমাদের ইউনিটগুলো আজকে সম্পূর্ণরূপে মেরিঙ্কা মুক্ত করেছে। প্রতিবেদনে রাশিয়ার সম্প্রচার মাধ্যম একটি ভিডিওও প্রকাশ করেছে। ড্রোন দিয়ে ভিডিওতে দেখা যায়, বিস্তৃত এলাকাজুড়ে ধ্বংসস্তূপ। ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছে বহুতল ভবন। তবে, এটি কোন এলাকার ফূটেজ তা নির্দিষ্ট করতে পারেনি এএফপি। বৈঠকে পুতিন সার্গেইকে বলেন, ‘আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। এই সাফল্য রাশিয়ান সৈন্যদের বিস্তৃতভাবে অভিযান চালাতে উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে অভিযানের এলাকায় যাওয়ার সুযোগ করে দেবে।’ সার্গেই পুতিনকে বলেন, ‘মেরিঙ্কার নিয়ন্ত্রণ সৈন্যদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে দোনেৎস্ককে রক্ষা করতে সক্ষম করবে।’ গত জুনে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের কথা জানায় ইউক্রেন। এরপর দক্ষিণ ও পূর্বাঞ্চলে কিছুটা অগ্রগতি করে তারা, যা আশানুরূপ ছিল না। তবে, সবশেষ কয়েক সপ্তাহে রুশ বাহিনী বেশ অগ্রগতি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button