আন্তর্জাতিক

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

প্রবাহ ডেস্ক : দীর্ঘ ১৯ মাস পর সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্র বিষয়ক কমিশন গত মঙ্গলবার এ বিষয়ে সবুজ সংকেত দেয়। তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেয়া বাস্তবে রূপ নেবে। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলি সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে তুরস্ক বলছিল, সুইডেন কুর্দী সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তবে তুরস্ক অনুমতি দিলেও ন্যাটোর আরেক সদস্য হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এছাড়াও সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়েছে। এই দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বার বার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল। তবে খুব শীঘ্রই সুইডেন যোগদানের সুযোগ পাবে না। কারণ হিসবে কমিশনের প্রধান ফুয়াত ওকতে জানিয়েছে সংসদে স্পিকার এ বিল উত্থাপনের পর সংসদ সদস্যদের ভোটের পরই সুইডেনের যোগদান নিশ্চিত হবে। সুইডেনকে এ সবুজ সংকেত প্রদানের পেছনে ফিনল্যান্ড কানাডা এবং নেদারল্যান্ডের অস্ত্র চুক্তি শিথিল বড় প্রভাব ফেলেছে। এছাড়াও সুইডেনের সদস্যপদ পেতে তুরস্কের অনুমোদনের বিষয়টি মার্কিন সরকারের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদনের বিষয়টিও যুক্ত আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button