আন্তর্জাতিক

আরও তিনটি স্পাই স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে উত্তর কোরিয়া

প্রবাহ ডেস্ক : নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ২০২৪ সালে আরও তিনটি গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ বা স্পাই স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। গতকাল রোববার এই তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর এএফপির। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বছর শেষের এক অনুষ্ঠানে আগামী বছরের জন্য বেশকিছু নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে কক্ষপথে আরও তিনিটি অতিরিক্ত স্যাটেলাইট পাঠানোর এই ঘোষণা দেওয়া হয়। উত্তর কোরিয়া গতমাসে কক্ষপথে একটি সামরিক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে। এই স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক স্থাপনার বেশ কিছু ছবি তাদের হাতে এসেছে বলেও দাবি করে পিয়ংইয়ং। পাঁচ দিনব্যাপি বছর শেষান্তের ওই বৈঠকটি শেষ হয় শনিবার। এতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকে কিম জং উন জানান, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনর্মিলন বা পুনরেকত্রীকরণ কোনোটাই চান না। তিনি অভিযোগ করেন সিউল ও ওয়াশিংটনের কারণেই উপদ্বীপটিতে স্থায়ী নিয়ন্ত্রণহীন সঙ্কট তৈরি হয়েছে। সিউল ও ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর কারণে দুই কোরিয়ার সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। অন্যদিকে এ বছর আগের সব রেকর্ড ভেঙে মারণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। কিম জং উনের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, যাদের সঙ্গে পুনরেত্রীকরণের বা পুনর্মিলনের কথা হচ্ছে তাদের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করা একটি ‘বড় ভুল’।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button