আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে উদ্যোগ নিতে নিরাপত্তা পরিষদকে আহ্বান চীনের

প্রবাহ ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে বুধবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এই কথা বলেছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু কং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীনের সংবাদমাধ্যম জিনহুয়ার প্রতিবেদনে ফু কং কে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা পরিষদ দায়বদ্ধ। ইসরায়েল-লেবানন সংঘর্ষকে ঘিরে চলমান নৃশংসতা বন্ধে তাদেরকে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান নিতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে।’ গত মঙ্গলবার ইসরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা করেছে ইসরায়েল। শেষ কিছুদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাচ্ছে। চলমান পরিস্থিতি ‘খুবই সংকটাপন্ন’ বলে সতর্ক করে ফু কং বলেছেন, এখনকার নিষ্ক্রিয়তায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে তা হবে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আর সামরিক পদক্ষেপ উসকে দেওয়ার মতো বাগাড়ম্বর করলে সেটাও ভুল বার্তা দিতে পারে। সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষত ইসরায়েলকে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন যেকোনও কার্যকলাপেরও কঠোর সমালোচনা করেছে বেইজিং।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button