গাজায় আনাদোলু এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা
প্রবাহ ডেস্ক : দূরপাল্লার রাইফেল দিয়ে গাজার আনাদোলু এজেন্সির ফ্রিল্যান্স ফটো সাংবাদিক সাঈদ আবু নাভানকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনীর। গতকাল শনিবার টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে মধ্য গাজার নুসেইরাত অঞ্চলে অবস্থিত আল-জাদিদ শরণার্থী শিবিরের একটি এলাকা ঘিরে ফেলে। সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে ধারণ করা ফুটেজে দেখা যায়, আহত এক ব্যক্তিকে ত্রাণকর্মীদের সহায়তায় স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে আনা হচ্ছে। কাছেই দেখা যায়, আবু নাবহান তার সরঞ্জাম দিয়ে দৌড়ানোর চেষ্টা করছেন। এ সময় দূরপাল্লার রাইফেল থেকে একটি গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়। আবু নাবহান তখন মাটিতে পড়ে নিশ্চল হয়ে শুয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন ইসরায়েলি বুলেটের হুমকির কারণে তার কাছে যেতে ভয় পায়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা আবু নাভানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত গণহত্যায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৪৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।