আজ থাকছে খুলনায় পুলিশের তিনস্তরের কঠোর নিরাপত্তাবলয়

স্টাফ রিপোর্টার ঃ
প্রধানমন্ত্রীর খুলনায় আগমন ও সার্কিট হাউস মাঠের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলাবাহিনী তিনস্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। এরমধ্যে রয়েছে মহাসমাবেশস্থল, মহাসমাবেশস্থলের আশেপাশে এবং মহাসমবেশস্থলের বাইরে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন ও সার্কিট হাউস ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে তিনস্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সেগুলো হচ্ছে, পোশাক ও সাদা পোশাকে মহাসমাবেশস্থল, মহাসমাবেশস্থলের আশেপাশে পোশাক ও সাদা পোশাকের এবং মহাসমবেশস্থলের বাইরে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে মহাসমাবেশস্থলে নারী-পুরুষসহ লাখ লাখ মানুষ উপস্থিত হবেন-তাদের সার্বিক নিরাপত্তায় সার্কিট হাউস ময়দান ও আশপাশ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক জানান।